মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলপ্রকাশ: পাশের হার ৮৬.৫৬ শতাংশ, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলপ্রকাশ: পাশের হার ৮৬.৫৬ শতাংশ, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি

মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলপ্রকাশ: পাশের হার ৮৬.৫৬ শতাংশ, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি

 

কলকাতা: নির্বিঘ্নেই কেটেছিল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। আজ, শুক্রবার ৭০দিনের মাথায় ফলপ্রকাশ হয়। এদিন সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ফলপ্রকাশের পর ৯টা বেজে ৪৫ মিনিট থেকে পর্ষদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের পরীক্ষার ফল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং তা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। চলতি বছরের মাধ্যমিকা পরীক্ষা মোট ২,৬৮৩ কেন্দ্রে নেওয়া হয়েছিল। ৪২৩ জন কাস্টডিয়ান প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন। পর্ষদ জানিয়েছে, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি বছরের মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে। তারপর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম স্থানে রয়েছেন একজনই। এই বছরও মাধ্যমিকে ছিল গ্রেড ব্যবস্থা। সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছে ১০,৬৫৯ জন। ‘এ+’ গ্রেড পেয়েছে ২৫,৮২০ জন পরীক্ষার্থী এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন। এদিন পর্ষদ সভাপতি মাধ্যমিকের ফলপ্রকাশের সময়ে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সঙ্গে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হওয়ার জন্য পুলিস ও প্রশাসনকেই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এ বছর মাধ্যমিকের পাশের হার ৮৬.৫৬ শতাংশ। পর্ষদ জানিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায়, ১ লক্ষ ২২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী পাশ করতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...