রাজ্যে আইসিএসই’তে সম্ভাব্য চতুর্থ শিলিগুড়ির ধ্রুব আগরওয়াল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

রাজ্যে আইসিএসই’তে সম্ভাব্য চতুর্থ শিলিগুড়ির ধ্রুব আগরওয়াল

রাজ্যে আইসিএসই’তে সম্ভাব্য চতুর্থ শিলিগুড়ির ধ্রুব আগরওয়াল

 

শিলিগুড়ি: আইসিএসই এবং আইএসসি-তে নজরকাড়া ফল শিলিগুড়ির। আইসিএসই ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য চতুর্থ  শিলিগুড়ির ডনবস্কো স্কুলের কমার্স বিভাগের ছাত্র ধ্রুব আগরওয়াল। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছে  কালিম্পঙের সেন্ট অগাস্টিন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র তেনজিং সেড়ুপ ভুটিয়া। নজর কেড়েছে শিলিগুড়ির দুই যমজ ভাই সিদ্ধান্ত কার্তিক ও সিদ্ধার্থ কার্তিক।
আইএসসিতে দু’জনেই ৯৯.৪ শতাংশ করে নম্বর পেয়েছে। বিহারের মধুপুরের বাসিন্দা হলেও পঞ্চম শ্রেণি থেকে শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলে পড়াশুনা করছে সিদ্ধান্ত ও সিদ্ধার্থ। তাদের বাবা শচীন কিমার বলেন, এর আগে স্কুলের পরীক্ষায় এমনটি হয়নি। বোর্ডের পরীক্ষাতেই দু’জনে একই নম্বর পেয়েছে। অনলাইনে রেজাল্ট দেখে বিস্মিত হয়ে যাই।
আইএসসিতেও শিলিগুড়ি ছেলেমেয়েরা ভালো ফল করেছে। ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের শ্রেয়া কর্মকার ৯৯.২৫ বিতাসা সেনগুপ্ত ৯৯, স্নেহা রায় ৯৮.২৫, মিনাল আগারওয়াল ৯৭এবং অরণ্যা শর্মা ৯৫.৭৫ শতাংশ নম্বর পেয়েছে। 
এই স্কুল আইসিএসসিতেও  ভালো রেজাল্ট করেছে। এই স্কুলের ছাত্রী প্রাপ্তি চাচান ৯৮.৬ ঋতুশ্রী দাস ৯৮.২, অনুষ্কা কর্মকার ৯৮, ডিম্পল আগারওয়ালা ৯৭.৬ নিশিকা কেডিয়া ৯৬.৪শতাংশ নম্বর পেয়েছেন। এদিকে নিজের রেজাল্টে খুশি কালিম্পঙের  তেনজিং আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান। শিলিগুড়ি প্রণামী মন্দির রোড এলাকার বাসিন্দা ধ্রুব দিল্লি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান। দুই যমজ ভাই সায়েন্স নিয়ে পড়তে চান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...