সিএসআর প্রকল্পের ডিপিআর তৈরি করে দেবে রাজ্য, পুরসভার থেকে চাওয়া হচ্ছে সম্ভাব্য নিকাশি প্রকল্পের তালিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

সিএসআর প্রকল্পের ডিপিআর তৈরি করে দেবে রাজ্য, পুরসভার থেকে চাওয়া হচ্ছে সম্ভাব্য নিকাশি প্রকল্পের তালিকা

সিএসআর প্রকল্পের ডিপিআর তৈরি করে দেবে রাজ্য, পুরসভার থেকে চাওয়া হচ্ছে সম্ভাব্য নিকাশি প্রকল্পের তালিকা

কলকাতা: কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) মাধ্যমে জনস্বার্থে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ৫০০ কোটি টাকার উপরে আয় বা লেনদেন থাকা কোম্পানিগুলি। রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে কোনও প্রকল্প হাতে নেওয়ার পরেও কোনও জায়গায় প্রয়োজন থাকলে সেই সমস্ত কাজ সিএসআর প্রকল্পের মাধ্যমে করার জন্য  পৃথক পোর্টাল নিয়ে এসেছে রাজ্য সরকার। এই কেন্দ্রীয় পোর্টালে কোন কোন কাজ সিএসআর-এর মাধ্যমে করা সম্ভব তা তুলে ধরে প্রতিটি দপ্তর এবং জেলা। এই পোর্টাল থেকেই নিজেদের পছন্দসই কাজ বেছে নিতে পারে কোম্পানিগুলি। সূত্রের খবর, পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য সহ ৫৮টি দপ্তরের ১২৮৩টি প্রকল্প সিএসআর-এর মাধ্যমে করা যায় বলে এই পোর্টালে তোলা হয়েছে। যার মধ্যে একাধিক প্রকল্প বেছেও নিয়েছে বহু সংস্থা। ফলে নিকাশি ব্যবস্থা উন্নয়নেও রাজ্যের এই পোর্টালের সুবিধা নেওয়ার পুর ও নগরোন্নয়ন দপ্তরের তোড়জোড় শুরু হয়েছে বলেই সূত্রের খবর। প্রতি বছর নিকাশি ব্যবস্থা উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। তার বাইরেও জনস্বার্থে যদি কোনও প্রকল্পের প্রয়োজন পরে তাহলে তা সিএসআর'এর মাধ্যমে করার জন্য এই পোর্টালে তোলা হবে। ফলে এমন কোনও কাজের সুযোগ থাকলে তা শীঘ্রই পুরসভাগুলিকে জানাতে বলা হবে বলেই সূত্রের খবর। এই মর্মে চিঠিও যাবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সিএসআর'এর মাধ্যমে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে পানিহাটি এবং কামারহাটিতে। 

জানা গিয়েছে, সিএসআর'এর মাধ্যমে কাজ হলেও তার ডিপিআর তৈরি করে দেওয়া হবে রাজ্যের তরফেই। ডিপিআর তৈরি করে দিতে কোনও খরচ নেওয়া হবে না রাজ্যের তরফে। কাজ ডিপিআর অনুযায়ী হচ্ছে কি না তাও দেখে নেওয়া হবে। তবে প্রকল্প সংক্রান্ত আর্থিক লেনদেনের সমস্ত দায়িত্বই থাকবে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানির। 

প্রসঙ্গত, এই ধরনের প্রকল্পগুলির সফল রূপায়ণের জন্য রয়েছে স্টেট কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কাউন্সিল। যার নেতৃত্বে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রতি ১৫দিন অন্তর এই কাউন্সিলের পর্যালোচনা বৈঠকও হয় বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...