বারাসত: হাবড়ার দম্পতি খুনে তিনজনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো বারাসত জেলা আদালতের বিচারক। সোমবার বারাসত জেলা এসিজেএম (পশ্চিম) আদালতের বিচারক দিপালী শ্রীবাস্তব এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হলেন দম্পতির ছোট জামাই বান্টি সাধু, তার সাগরেদ অজয় দাস এবং বান্টির স্ত্রী নিবেদিতা সাধুখাঁ মণ্ডল। যাবজ্জীবন সাজার সঙ্গে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায়ে আরও ছ'মাসের জেল। এর সঙ্গে অজয় দাস এর কাছ থেকে আর্মস উদ্ধার হওয়ার কারণে তাকে আরও পাঁচ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেলের নির্দেশ দেন বিচারক।
১৫ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার রাতে হাবড়া টুনিঘাটা লস্কর পাড়ার বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তার স্ত্রী লীলারানির। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় এবং বুকে গুলি করে খুন করা হয়েছিল দম্পতিকে। পুলিশি তদন্তে গ্রেপ্তার হয় ওই দম্পতির ছোট জামাই বান্টি সাধু তার সাগরেদ অজয় দাস এবং বান্টির স্ত্রী নিবেদিতা সাধুখাঁ মণ্ডল। পুলিশি জেরায় তারা স্বীকারও করে, বান্টির প্রায় বাজারে ৮-১০ লক্ষ টাকার দেনা হয়েছিল এবং ঋণদাতাদের টাকার চাপে, শ্বশুর-শাশুড়িকে চাপ দিতে শুরু করে বান্টি। টাকা দিতে অস্বীকার করলে পরিকল্পনা করে খুন করে তারা। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বান্টি, অজয় এবং নিবেদিতাকে দোষী সাব্যস্ত করে বারাসত জেলা আদালত। সোমবার তাদের সাজা ঘোষণা করেন বিচারক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন