একদিকে ধর্মঘট, অন্যদিকে উচ্চ মাধ্যমিক, কেমন হল প্রথম দিনের পরীক্ষা? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

একদিকে ধর্মঘট, অন্যদিকে উচ্চ মাধ্যমিক, কেমন হল প্রথম দিনের পরীক্ষা?

 



কলকাতা: এসএফআইয়ের তরফ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলেও উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা কাটল নির্বিঘ্নেই। তবে কলকাতার কয়েকটি কেন্দ্রে সামনে ধরা পড়ে এসএফআইয়ের তরফ থেকে বিক্ষোভ দেখানোর ছবি। যেমন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর কলকাতা বিশ্ববিদ্যালয় মধ্যে রয়েছে হেয়ার স্কুল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএসআই ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এসআইএসও ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে।

এদিকে, এই দুই কলেজের মধ্যস্থানে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যাতে কোনও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে কোনও পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীকে বাধা দেওয়া হয়নি।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাগোয়া যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেখানেও প্রায় একই ছবি। পরীক্ষা কেন্দ্রের ঠিক পাশেই চলছে ধর্মঘটের পিকেটিং। অভিভাবকদের এসএফআইয়ের তরফ থেকে অনুরোধ করা হয়, প্রয়োজনে আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুম তারা ব্যবহার করতে পারেন। এদিকে অভিভাবকেরাও জানান, তাঁদের কেউ বাধা দেয়নি। নির্বিঘ্নে পরীক্ষা চলছে। কোনও অসুবিধা হয়নি তাঁদের।

গত শনিবারের ঘটনার পর রবিবার ছুটির দিন কাটিয়ে সোমবার প্রথম কাজের দিনে থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র ধর্মঘটের জেরে ক্লাস বন্ধ থাকলেও যে যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেগুলি সময়সূচি অনুযায়ী হয়। শুনশান অরবিন্দ ভবন চত্বর। আসেননি উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটি গেট বন্ধ করে বেঞ্চ নিয়ে বসে থাকতে দেখা যায় ধর্মঘটপন্থী ছাত্রছাত্রীদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...