কলকাতা: গরম পড়ার আগেই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে উদ্যোগী রাজ্য সরকার। শুক্রবার সব জেলাশাসক, কলকাতা পুরসভা সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা। নবান্নে এই বৈঠকে জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কোথাও জল জমে থাকছে কিনা তা দেখার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ ফের শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা মারার জন্য ড্রোনের ব্যবহার করার কথাও বলা হয়েছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ ও শুরু করার জন্য পঞ্চায়েত ও পুরসভা কে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতাল কে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গতঃ নতুন বছরের প্রথম দু’মাস শেষ হওয়ার আগেই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে নতুন বছরের সপ্তম সপ্তাহ বা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী রাজ্যে ডেঙ্গু সংক্রমণে এখন শীর্ষে রয়েছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৭০১। ৫১ জন ডেঙ্গু আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা ৪৬। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান ও এবং মালদা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন