হলদিয়া : আগামী বছরেই ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়ায় শুরু হবে ফেনল ও অ্যাসিটোন প্লান্ট। যা ভারতের সবচেয়ে বড়ো ফেনল ও অ্যাসিটোনের প্লান্ট। যেখানে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস।এছাড়াও রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা বাড়বে।
এখন পশ্চিমবঙ্গের মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ১ কেজি। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। পলিমার ব্যবহার প্রায় ৫ গুণ বেড়েছে। ২০২৫ অর্থবর্ষে ১৮০ কোটি থেকে যা ২০২৪ অর্থবর্ষে ৮৫০ কোটি হয়েছে। এছাড়াও ডাউন স্ট্রিম ইউনিটের প্রবৃদ্ধি ৪২ থেকে বেড়ে ১০৮-এ হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে নয়া এই প্লান্ট শিল্প ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। যেখানে কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে ৬.৪ লাখ হবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নবনীত নারায়াণ জানিয়েছেন, ‘বাংলার একটি শক্তিশালী পলিমার ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বিনিয়োগ ও সহায়তা ১০০০ এর বেশি ডাউন স্ট্রিম ইউনিটকে ক্ষমতায়িত করেছে। ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে আমরা বাংলার শিল্প ভিত্তিকে শক্তিশালী করছি ও অঞ্চল জুড়ে ডাউনস্ট্রিম শিল্পের জন্য নতুন সুযোগ উন্মোচিত হল। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে ও মূল কাঠামোকে স্বয়ংস্মৃতি বৃদ্ধি করবে। পলিমার ও রাসায়নিক শিল্পের জন্য বাংলাকে একটি প্রধান স্থান পেতে দেবে’। ছবি-এআই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন