এক ধাক্কায় ১৭১ টাকা কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল LPG সিলিন্ডারের দাম? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১ মে, ২০২৩

এক ধাক্কায় ১৭১ টাকা কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল LPG সিলিন্ডারের দাম?



নয়াদিল্লি: গৃহস্থের হেঁশেলে মিলল না স্বস্তি৷ চলতি মাসে অপরিবর্তিতই থাকছে গ্যাসের দাম৷ তবে এক ধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম৷ ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে ১৭১.৫০ টাকা কমেছে৷ ফলে কিছুটা স্বস্তিতে হোটেল মালিকরা৷ আজ অর্থাৎ ১ মে থেকেই ধার্য হবে নতুন দাম৷ নয়া মূল্য হিসাবে কলকাতায় আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে হচ্ছে ১৯৬০.৫০ টাকা।

অন্যদিকে, রাজধানী দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এনপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১৮৫৬.৫০ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কিনতে হবে ২,০২১ টাকা দিয়ে। মুম্বইতে আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১,৮০৮ টাকা হল। আগে যা ছিল ১,৯৮০ টাকা৷ 

গত ১ এপ্রিলও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছিল৷ গত মাসে  ৮৯.৫০ টাকা কমে ১৯ কেজি এলপিজি’র দাম। তার আগে গত মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল৷ 

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের গার্হ্যস্থ গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু হেরফের ঘটছে না৷ অর্থাৎ কলকাতায় ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডার কিনতে গেলে খসবে ১,১২৯ টাকা৷ গত মার্চ মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল৷ এরপর থেকে সেই দাম অপরিবর্তিতই রয়েছে৷ 

দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ১,১১২.৫০ টাকা। চেন্নাই, বেঙ্গালুরু এবং  হায়দরাবাদে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ১,১১৮.৫০ টাকা,  ১,০৫৫.৫০ টাকা এবং ১,১৫৫ টাকা৷  পটনায় ১৪.২ কেজি এলপিজি’র দাম ১,২০১ টাকা।

এছাড়া শ্রীনগরে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম  বর্তমানে ১,২১৯ টাকা,  আন্দামানে ১,১২৯ টাকা, আমেদাবাদে ১,১১০ টাকা, ভোপালে ১,১১৮.৫০ টাকা, আইজলে ১,২৫৫ টাকা, আগ্রায় ১,১১৫.৫০ টাকা, ইন্দোরে ১,১৩১ টাকা, দেরাদুনে ১,১২২ টাকা, জবলপুরে ১,১১৬.৫০ টাকা,  চণ্ডীগড় ১,১১৩.৫০ এবং বিশাখাপত্তনমে ১১১১ টাকা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...