মোদীকে লক্ষ্য করে মোবাইল ছুড়েছেন মহিলা! আঘাত করতে নয়, ‘উত্তেজনার বশে’! জানাল পুলিশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

মোদীকে লক্ষ্য করে মোবাইল ছুড়েছেন মহিলা! আঘাত করতে নয়, ‘উত্তেজনার বশে’! জানাল পুলিশ



বেঙ্গালুরু: কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো চলার সময় নিরাপত্তায় বড়সড় গলদ৷ তাঁকে লক্ষ্য করে ছোড়া হল মোবাইল ফোন। যদিও সেই মোবাইল তাঁকে আঘাত করতে পারেনি৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক৷ তবে এই কর্মকাণ্ডের নেপথ্যে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেই দাবি কর্নাটক পুলিশের।

চলতি মাসের ১০ তারিখ কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে জোরকদমে চলছে প্রচার৷ রবিবার মাইসুরুতে নির্বাচনী প্রচারে হাজির হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সন্ধেয় চলছিল রোড শো৷ হুডখোলা গাড়িতে যাচ্ছিলেন নমো। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন প্রাক্তন মন্ত্রী কেএস ইশওয়ারাপ্পা এবং বিজেপির একাধিক নেতা। কেআর সার্কেলের কাছে তাঁর কনভয় পৌঁছতেই ভিড়ের মধ্যে থেকে উড়ে আসে একটি মোবাইল ফোন৷ নমোকে লক্ষ্য করেই ছোড়া হয় সেটি৷ নিজেই এসপিজি-কে সেটি দেখিয়ে দেন পেরধানমন্ত্রী৷

 কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে যে মোবাইলটি উড়ে এসেছিল, সেটি এক মহিলার। তিনি নিজেও বিজেপি কর্মী৷ পুলিশের প্রাথমিক অনুমান, অসৎ উদ্দেশে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ফোন ছোড়া হয়নি। প্রাথমিক তদন্তের পর তাদের মনে হচ্ছে, ফোনটি কোনও ভাবে ওই মহিলার হাত থেকে ছিটকে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিররা ওই মহিলাকে তাঁর ফোনটি ফিরিয়ে দেন। তবে এর পর আর ওই মহিলার হদিশ পায়নি পুলিশ৷ তাঁর খোঁজ মিললে এ বিষয়ে আরও নিশ্চিত হয়ে বলা যাবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অলোক কুমার৷

চলতি বছর জানুয়ারি মাসে কর্নাটকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘিত হয়েছিল। সে বার হুবলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে এসেছিলেন মোদী। বিমানবন্দরে নেমে কর্মসূচিস্থলে যাচ্ছিলেন তিনি। গাড়ির পাদানিতে দাঁড়িয়ে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন৷ সেই সময় নিরাপত্তার ফাঁক গলে মোদীকে মালা পরাতে তাঁর একেবারে কাছে পৌঁছে যান এক যুবক। প্রধানমন্ত্রী ওই যুবকের মালাটি নেন এবং এক রক্ষীকে দিয়ে দেন। ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এদিন  ফের একবার সেই প্রশ্ন উঠল৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...