গ্রুপ ডি পদে কয়েক হাজার নিয়োগ! যাত্রা শুরুর পথে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

গ্রুপ ডি পদে কয়েক হাজার নিয়োগ! যাত্রা শুরুর পথে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন



কলকাতা: সরকারি অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য নতুন করে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। নবগঠিত সেই স্টাফ সিলেকশন কমিশন এবার গ্রুপ ডি পদে  কয়েক হাজার কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করল৷  নবান্ন সূত্রে খবর, কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হয়ে গিলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, চেয়ারম্যান ও সর্বাধিক ৬ জন সদস্য এই কমিশনে থাকবে। এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে, সেই বিষয়ে আলোচনা চলছে৷ 


২০১৬ সালের জানুয়ারি মাসে সরকারি অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার। মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের পর প্রশাসনিক নির্দেশ জারি করে ওই বোর্ড গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন এক অবসরপ্রাপ্ত আমলা৷ কিন্তু বছর খানেক আগে মন্ত্রিসভার সিদ্ধান্তেই ওই বোর্ড তুলে দেওয়া হয়৷ তবে তার আগে এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ৬ হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করে ফেলেছিল৷ সফল পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশিত হয় ২০১৮ সালের আগস্ট মাসে৷ তার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি অফিসে স্থায়ী গ্রুপ ডি পদে কোনও নিয়োগ হয়নি। ফলে শূন্যপদের সংখ্যাও আনেকটাই বেড়ে গিয়েছে৷  


রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সময় সরকারের তরফে জানানো হয়েছিল, পর্যায়ক্রমে রাজ্যের সরকারি দফতরে ৬০ হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। কিন্তু বোর্ডই উঠে যাওয়ায় তা সম্ভব হয়নি। নিয়োগ না হওয়ায় গত কয়েক বছরে বহু শূন্যপদও তৈরি  হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এবার ধীরে ধীরে এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...