জোড়া ঘূর্ণাবর্তের দাপটে সোমবারও ভিজবে কলকাতা, কত দিন চলবে ঝড়বৃষ্টি? জানাল হাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১ মে, ২০২৩

জোড়া ঘূর্ণাবর্তের দাপটে সোমবারও ভিজবে কলকাতা, কত দিন চলবে ঝড়বৃষ্টি? জানাল হাওয়া অফিস



কলকাতা:  গত কয়েক দিন ধরেই রাজ্যে চলছে ঝড়-বৃষ্টি পর্ব৷ তাতে জ্বালাপোড়া অনেকটাই কমেছে৷ তীব্র তাপপ্রবাহ সরিয়ে নেমেছে স্বস্তির বৃষ্টি৷ কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। আজ, অর্থাৎ সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান,  কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ কিন্তু কতদিন ধরে চলবে এই পরিস্থিতি? 

আলিপুর জানাচ্ছে, আপাতত চলতি সপ্তাহে এমনই মনোরম আবহাওয়া থাকবে৷ আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ তবে সোমবারের পর থেকে দুর্যোগের দাপট কিছুটা কমতে পারে বলেই অনুমান করা হচ্ছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুক্রবার পর্যন্ত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

রবিবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড় হয়েছে। কয়েক ঘণ্টা ঝেঁপে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। সোমবারও আবহাওয়ার একই রূপ দেখা যেতে পারে৷ 

হাওয়া অফিস জানাচ্ছে,  উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত শুধু দক্ষিণবঙ্গে নয়, গোটা রাজ্যেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


সোমবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...