ভরদুপুরে যুবককে গুলি টিটাগড়ে, মৃত তৃণমূল কর্মী বলে দাবি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ভরদুপুরে যুবককে গুলি টিটাগড়ে, মৃত তৃণমূল কর্মী বলে দাবি

 


কলকাতা: আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে ফের একবার গুলি চলার ঘটনা ঘটল এবং তাতে মৃত্যুও হল। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এদিন দুপুরে এক যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয়রা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে কলকাতায় স্থানান্তর করার কথা বলেন। তবে পথেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছিলেন এই যুবক। আচমকা কয়েক জন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। যুবকের গলার কাছে গুলি লাগে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনও জানা যায়নি। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের আলিহায়দর রোডের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বয়স ৩০-এর কাছাকাছি। 

এদিকে আবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে এই যুবক তৃণমূল কর্মী ছিল। তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসাতেই এই ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ, জানতে বদ্ধপরিকর পুলিশ। সম্প্রতি কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। সেখানে আবার বিজেপি কর্মীকে পুলিশ খুন করেছে বলেও দাবি করা হয়েছে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে শাসক দল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...