'এটাই বোধহয় ঢাকি সমেত বিসর্জনের অর্থ', খোঁচা দেবাংশুর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

'এটাই বোধহয় ঢাকি সমেত বিসর্জনের অর্থ', খোঁচা দেবাংশুর

 


কলকাতা: বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এখন তোলপাড় হচ্ছে বঙ্গ। রাজনৈতিক তরজা যে শুরু হয়েছে তা বলাই বাহুল্য। বিরোধীদের থেকে দাবি করা হচ্ছে, এই রায়ের ফলে শাসক দলের এমন অনেকে বেঁচে গেল, যাদের পরবর্তী সময়ে দুর্নীতিতে নাম আসতে পারত। এই ইস্যুতে মুখ খুলতে দেরি করেননি তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও। তিনি ফেসবুক পোস্ট করে নাম করে এই প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তবে বুঝতে অসুবিধা হওয়ার নয় যে তিনি কাদের বা কাকে নিশানা করেছেন। 

এদিন ফেসবুকে দেবাংশু পোস্ট দিয়ে লেখেন, ''একদল, ফেসবুকে হিরো, বিধানসভায় জিরো.. আরেকজন, টিভি চ্যানেলে হিরো, সুপ্রিম রায়ে "জিরো".. এটাই বোধহয় ঢাকি সমেত বিসর্জনের অর্থ ছিল.. যাই হোক! দুগ্গা দুগ্গা..'' বিষয়টি সকলেই জানেন যে, বিধানসভা কারা 'জিরো'। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে কোন দূটি দিল একটিও আসন পাননি তা আর আলাদা করে বলতে হয় না। তাই বোঝাই যায় যে এখানে তৃণমূল নেতা কাদের নিয়ে কটাক্ষ করেছেন। আর রইল কথা, 'ঢাকি সমেত বিসর্জন'-এর, সেটাও ভুলে গেলে চলবে না, যে নিয়োগ দুর্নীতি নিয়ে এক মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় এই মন্তব্য করেন বিচারপতি। আসলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই ফল নিয়ে বিস্তর অভিযোগ আছে। তার প্রেক্ষিতেই তাঁর মন্তব্য ছিল, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...