‘এখন কোনও নির্দেশ দেব না’! প্রাথমিকের তদন্ত নিয়ে মামলা শুনলেনই না বিচারপতি গঙ্গোপাধ্যায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

‘এখন কোনও নির্দেশ দেব না’! প্রাথমিকের তদন্ত নিয়ে মামলা শুনলেনই না বিচারপতি গঙ্গোপাধ্যায়



কলকাতা: বিচারাধীন মামলা নিয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরছে নিয়োগ দুর্নীর মামলা৷ সুপ্রিম কোর্টের নির্দেশ, এবার এই মামলাগুলি শুনবেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷ শুক্রবার সুপ্রিম নির্দেশ আসার পর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা শুনলেনই না বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এই মামলায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্য পরিবর্তন করার কথা ছিল। এই বিষয়ে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআইয়ের আইনজীবী। কিন্তু, মামলা শুনলেন না বিচারপতি৷ তিনি বলেন, ‘‘এ নিয়ে এখন কোনও নির্দেশ দেব না। সুপ্রিম কোর্টে মামলা চলছে।’’

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল বা সিট-এর সদস্য ধরমবীর সিং স্বেচ্ছায় অবসর নিতে চান। তাঁকে যেন তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়, আর্জি জানিয়ে গত মাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। এই মামলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাসও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার ছিল এই মামলার শুনানি৷ কিন্তু, এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানান, তিনি এখন এই নিয়ে কোনও নির্দেশ দিতে পারবেন না।

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, যে হেতু এই মামলার তদন্তে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছিল, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীরের আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, ধরমবীর সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক। তাঁর স্বেচ্ছাবসরের বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিটে কয়েক জন বাঙালি অফিসারকে রাখার বিষয়ে চিন্তাভাবনার কথাও জানিয়েছিলেন। 

প্রসঙ্গত, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন তিনি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...