বেঙ্গালুরু: সোনা পাচার কাণ্ডে আরও বিপাকে রন্যা রাও। এবার কন্নড় অভিনেত্রী সহ তিন অভিযুক্তকে এক বছর জেলেই থাকতে হবে। বিদেশি মুদ্রা সংরক্ষণ ও পাচার সংক্রান্ত কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা অনুযায়ী তাঁরা এই সময়ের মধ্যে জামিনের আবেদন জানাতে পারবেন না। আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী গঠিত বিশেষ অ্যাডভাইজরি বোর্ড এই সুপারিশ করেছে। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, ‘ইতিমধ্যে দু’জনের জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। তা সত্ত্বেও রন্যা ও দুই সন্দেহভাজনকে কমপক্ষে একবছর জেলে থাকতে হবে। যাবতীয় তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পরে এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে রন্যাকে গ্রেপ্তার করা হয়। দুবাই থেকে দেশে ফিরছিল কন্নড় অভিনেত্রী। ধৃতের কাছ থেকে প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য ছিল প্রায় ১৩ কোটি টাকা! একই মাসে তরুণ কোন্ডুরু রাজু ও সাহিল সাকারিয়া জৈন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, সোনা পাচার ও হাওলা কারবারে রন্যার অন্যতম সহযোগী ছিল এই দু’জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন