৮ জুলাই: ১৪টি পণ্য আদান প্রদানকারী রাষ্ট্রের উপর শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি আগেই জানিয়েছিলেন ৮ জুলাই শুল্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই মতোই ১৪টি রাষ্ট্রকে চিঠি দিয়ে নতুন শুল্ক নীতি ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারতের উপর কতটা শুল্ক লাগু হবে তা এখনও পর্যন্ত জানায়নি ওয়াশিংটন। সূত্রের খবর, সেই বিষয়ে আলোচনা শেষ হলেও দর কষাকষি চলছে। বাংলাদেশের উপর শুল্ক কিছুটা কমিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ২৫ শতাংশ করে শুল্ক লাগু হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া ও টিউনিশিয়ার উপর।
আগামী ১ আগস্ট থেকে লাগু হবে এই নতুন শুল্ক নীতি। সবচেয়ে বেশি শুল্ক লাগু করা হয়েছে লাওস ও মায়ানমারের উপর। এই দুই দেশের পণ্যের উপর ৪০ শতাংশ শুল্ক লাগু করা হয়েছে। বাংলাদেশ ও সার্বিয়ার উপর লাগু হয়েছে ৩৫ শতাংশ শুল্ক। দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া হারজেগোভিনার উপর ৩০ শতাংশ এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর ৩৬ শতাংশ শুল্ক লাগু করা হয়েছে। ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ শুল্ক লাগু করা হয়েছে। যদিও এই শুল্কের হার কমতে পারে, তার জন্য আলোচনার রাস্তা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ আগস্ট থেকে লাগু হবে নতুন শুল্ক নীতি। তার আগে কোনও দেশ আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর ব্যাপারে বৈঠকে বসতেই পারে। সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
যদিও ভারতের উপরে এখনও পর্যন্ত কোনও শুল্ক লাগু করেননি তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট এও জানিয়েছেন, কোনও দেশ আমেরিকার পণ্যের উপর শুল্কের হার বাড়ালেই পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপবে তাদের উপর। তবে ট্রাম্প এও জানিয়েছেন, কোনও দেশের উপর আপাতত ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথে হাঁটছেন না তিনি। আজ, মঙ্গলবার(ভারতীয় সময়) শুল্ক সংক্রান্ত চিঠি একাধিক দেশে পাঠানো প্রসঙ্গে ট্রাম্প জানান, ‘চীন ও ব্রিটেনের সঙ্গে আমরা চুক্তি করেছি। ভারতের সঙ্গেই পণ্য সংক্রান্ত চুক্তি খুব শীঘ্রই চূড়ান্ত হবে। বাকি যাদের সঙ্গে বৈঠক করে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি, তাদের চিঠি পাঠাচ্ছি। সেইভাবেই হবে চুক্তি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন