কলেজের ইউনিয়ন রুমেই তৃণমূল ছাত্রনেতার আইবুড়ো ভাতের আসর, - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৭ জুলাই, ২০২৫

কলেজের ইউনিয়ন রুমেই তৃণমূল ছাত্রনেতার আইবুড়ো ভাতের আসর,



বারাসত: কলকাতার ল’ কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ধৃত মনোজিৎ মিশ্রর একের পর এক ‘কেচ্ছা’ প্রকাশ্যে আসছে। এবার বারাসতে এক তৃণমূল নেতার ‘কীর্তি’ ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজ থেকে ‘পাস আউট’ হলেও সেই কলেজেরই ইউনিয়ন রুমে বসেছিল ওই ছাত্রনেতার আইবুড়ো ভাতের আসর। তাঁর দাপটের কারণে সব জেনেও নীরব ছিল কলেজ কর্তৃপক্ষ। দক্ষিণ কলকাতার ল’ কলেজের নারকীয় ঘটনার পর এই বিষয় নিয়েও শুরু হয়েছে চর্চা।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারাসত কলেজ। যা ইভনিং কলেজ বলে লোকমুখে প্রচলিত। অন্যান্য কলেজের মতো গত আট বছর ছাত্র সংসদের নির্বাচন হয়নি এই কলেজে। ছাত্র সংসদ না থাকায় এই আট বছর ধরে ওই ইউনিয়ন রুমের একচ্ছত্র আধিপত্য ছিল তৃণমূলের ছাত্রনেতা লিঙ্কন মল্লিকের। তিনি বর্তমানে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার যুব সভাপতি। ২০১২ সালে লিঙ্কন কলেজ থেকে পাস করেন। কিন্তু তারপর থেকে কলেজে নিজের রাজ চালাতে শুরু করেন তিনি। কলেজে ভর্তি থেকে নবীনবরণ— সবেতেই ছিল তাঁর প্রভাব। ছাত্র সংসদ পরিচালনা করতে লিঙ্কন নিজের ঘনিষ্ঠদের নিয়ে একটি বৃত্ত তৈরি করেছিলেন। ২০২২ সালে তাঁর বিয়ে হয়। তার আগে ওই ইউনিয়ন রুমেই লিঙ্কনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয় বলে অভিযোগ। ওইদিন মেনুতে ছিল হরেক পদ। মাছ, মাংস থেকে চাটনি ও কোল্ড ড্রিঙ্কস। সেই খাবারের থালা সামনে রেখে হাসিমুখে ছবিও তোলেন ছাত্রনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় (যদিও তার সত্যতা যাচাই করেনি বর্তমান)। সবটা জেনেও মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষের।

বিরোধীদের অভিযোগ, শুধু ছাত্র ভর্তি নয়, রাতে কলেজের ইউনিয়ন রুমেই বসত মদের আসর। তাঁর বিপরীত মেরুতে থাকা এক ছাত্রনেতা প্রতিবাদ জানিয়ে বারাসত থানায় অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টে ‘দাদা’র অনুগামীদের হাতে আক্রান্ত হন ওই প্রতিবাদী ছাত্রনেতা। লিঙ্কন সদ্য এই কলেজে চাকরি পেয়েছেন। তাঁর চাকরি পাওয়ার সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে মনোজিতের! একদিকে কলেজের ছাত্র ইউনিয়নের দখলদারি, অন্যদিকে কলেজের অস্থায়ী কর্মী। কলেজের নবীনবরণ অনুষ্ঠানের টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে জলঘোলাও হয়েছে। 

বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র উত্তর ২৪ পরগনার সহ-সংযোজক মিল্টন সরকার বলেন, বারাসত কলেজের ছাত্রনেতার আইবুড়ো ভাতের অনুষ্ঠান কলেজের ইউনিয়ন রুমে হয়েছিল। কিন্তু ওই ছাত্রনেতার দাপটের কারণেই কলেজ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেনি। আমরা ধিক্কার জানাই। এই প্রসঙ্গে লিঙ্কনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...