একটা সময় পেনাল্টি কিকের ফেরে তেমন ভরসা ছিলেন না সকলের অন্যতম সেরা ফুটবলার। তাঁকে ট্রেনিং দিয়েছিলেন আর এক তারকা। না হলে টাইব্রেকারে ফুল ফোটাতে পারতেন না। যাঁকে নিয়ে এত কথা, তিনি লিওনেল মেসি। যিনি কোচের ভূমিকা পালন করেছিলেন, তিনি কে? তাঁর এক সময়ের সতীর্থ, বন্ধু, টিমেট নেইমার জুনিয়র। সম্প্রতি এক ইন্টারভিউতে ব্রাজিলিয়ান তারকা ফাঁস করেছেন সেই অজানা গল্প। শুধু তাই নয়, বার্সেলোনার বদলে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েছিলেন নেইমার। সেই ঘটনাও বা কেমন ছিল, তাও তুলে ধরলেন পিএসজি থেকে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু বরাবরের চোটপ্রবণ ব্রাজিলিয়ানের সৌদি লিগ পর্ব ভালো যায়নি। যে ক্লাব থেকে শুরু করেছিলেন জীবন, সেই স্যান্তোসেই আবার ফিরছেন নেইমার। লিগের ম্যাচে গোলও করছেন। নেইমারের লক্ষ্য, ২০২৬ সালের বিশ্বকাপ খেলা। তার আগে এক ইন্টারভিউতে মেসিকে নিয়ে অজানা গল্প তুলে ধরেছেন নেইমার। বার্সা ট্রেনিংয়ে নেইমারকে দেখে কী বলেছিলেন মেসি? নেইমারের কথায়, "ট্রেনিংয়ের একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি এমন দূরত্ব পেনাল্টি নাও কী করে? আমি অবাক। কিন্তু মেসি আরও অবাক করে বলে, আমাকে পেনাল্টি নেওয়া শেখাবে। আমি তো চমকে গিয়েছি। আমি বলেছিলাম, তুমি কি পাগল? তুমি লিওনেল মেসি! আমি যদি পারি, তুমিও পারবে। ও তাও অনুরোধ করে পেনাল্টি শেখানোর জন্য। আমি তখন ন ট্রেনিংয়ে ও যাতে আরও ভালো পেনাল্টি মারতে পারে, তার জন্য সাহায্য করি।"
বার্সার বদলে বায়ার্নে যোগ দেওয়ার গল্প আরও চমৎকার। নেইমার বলেন, "পুসকাস পুরস্কার নিতে গিয়েছি, এই গল্পটা তখনকার। মনে আছে, রাত প্রায় দুটো বাজছিল। বাবা আমাকে হঠাৎ ফোন করল। বলল, আমি দরজার সামনে দাঁড়িয়ে। হাফপ্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে দরজা খুলে দেখি, বাবার সঙ্গে পেপ গুয়ার্দিওলা। গুয়ার্দিওলা ঘরে ঢুকেই আমার সঙ্গে কথা বলতে শুরু করেন। বলেন, যে টিমে আমি যাচ্ছি, সেখানে তোমাকেও নিতে যেতে চাই। চলো আমার কোচিংয়ে খেলবে। তোমাকে সেরা বানাব।"
তবে গুয়ার্দিওলা রাতে বাড়িতে হানা দিলেও নেইমার শেষ পর্যন্ত স্যান্তোস থেকে বায়ার্নে পা দেননি। তিনি থেকে গিয়েছিলেন বার্সেলোনাতেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন