প্রয়াগরাজ: কোটি কোটি মানুষের সমাগমে শেষ হল মহাকুম্ভ, কিন্তু সেই ভিড়ের হারিয়ে গিয়েছিলেন হাজার হাজার পূণ্যার্থী। তবে প্রযুক্তির কৃপায় এবার আর কেউ চিরতরে হারিয়ে যাননি। উত্তরপ্রদেশ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের (এমএল) মাধ্যমে প্রশাসন ৫৪ হাজারের বেশি মানুষকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। বিশেষ করে, ‘খোয়া পায়া’ ও ‘দুল ভাটকে’ নামে দুটি কেন্দ্র এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এসব কেন্দ্রে নিখোঁজ ব্যক্তিদের ছবি সংগ্রহ করে এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এক নজরে পরিসংখ্যান প্রথম দিনে নিখোঁজ- প্রায় ২৫০ জন ৪৫ দিনে নিখোঁজের সংখ্যা- ৫৬,০০০ শেষ পর্যন্ত নিখোঁজ- ৫৪,৩৫৭ জন পরিবারের কাছে ফিরেছেন- প্রায় সবাই
২০১৩ সালের কুম্ভমেলায় প্রায় ১,৫০০ জন পূণ্যার্থী হারিয়ে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৭০ কোটির বেশি মানুষের ভিড় সামলাতে প্রশাসন আগেই এআই ও মেশিন লার্নিংয়ের ব্যবস্থা নেয়।
মহাকুম্ভ শুধু আধ্যাত্মিক জীবনযাত্রা নয়, এটি এক সামাজিক বন্ধনের উৎসবও। আর এই উৎসবে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মানুষদের ঘরে ফেরানো যেন এক অলৌকিক ঘটনার সমান। প্রশাসনের এমন উদ্যোগে ভবিষ্যতে আরও বড় আকারে প্রয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন