সংবিধান হত্যা দিবস পালনের ফতোয়াকে তুলোধোনা মমতার, রাজ্যের নাম ‘বাংলা’ রাখতে ফের সওয়াল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সংবিধান হত্যা দিবস পালনের ফতোয়াকে তুলোধোনা মমতার, রাজ্যের নাম ‘বাংলা’ রাখতে ফের সওয়াল



কলকাতা: জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালন করার জন্য সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এনিয়ে মোদি সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে কেন্দ্রীয় সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিদিন ধ্বংস করছে, এই ধরনের কর্মসূচি নেওয়ার কোনও নৈতিক অধিকার তাদের নেই। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘তাহলে তো প্রতিদিন দেশে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে হয়! নোটবন্দির দিনটিকে তো ‘ব্ল্যাক মানি ডে’ ঘোষণা করা উচিত!’ কেন্দ্রের এই ‘ফরমান’ যে রাজ্য মানবে না, তা সাফ সাফ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জরুরি অবস্থা দেশের মানুষ মেনে নেয়নি। কিন্তু সংবিধানের সঙ্গে বাবাসাহেব আম্বেদকরসহ আরও অনেক বিশিষ্ট মানুষ যুক্ত ছিলেন। এই কথাটির মধ্যে দেশের গণতন্ত্র নিহিত। সেখানে ‘সংবিধান হত্যা দিবস’ পালন করা হবে কেন? ভুলটা কংগ্রেস করেছিল বলেই শুধু এই কর্মসূচি নিতে হবে? আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।’

উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন রা঩জ্যের রাজভবনে আগামী কাল, শুক্রবার ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তারও কড়া সমালোচনা করেন মমতা। উত্তরপ্রদেশ রাজভবনে দিনটি পালন করা   নিয়ে সেখানকার রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্নে তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি চিঠি এসেছে। তার প্রেক্ষিতে মমতা বলেন, ‘ওরা ঠিক করে দেবে বাংলা দিবস কবে হবে? সব চাপিয়ে দেবে বিজেপি! ওদের মস্তিষ্ক সন্ত্রাসবাদের চারণভূমি। আমরা ইতিমধ্যেই পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসেবে পালন করছি।’ 

একইসঙ্গে পশ্চিমবঙ্গের ‘বাংলা’ নামকরণের জন্য বিধানসভায় তিনবার গৃহীত প্রস্তাবে কেন্দ্র এখনও সায় দেয়নি। মুখ্যমন্ত্রী তারও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানে যদি ‘পাঞ্জাব’ নামে একটি আলাদা প্রদেশ থাকতে পারে, তবে ভারতে কেন ‘বাংলা’ নামে প্রদেশ থাকবে না? আমরা তো ‘বাংলাদেশ’ নাম চাইনি।’ ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে নেতাজির উপর একটি ফিল্ম দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যোজনা কমিশন বিলোপসহ নেতাজিকে অবমাননার একাধিক প্রসঙ্গ তুলে ধরে মোদি সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘দেশের আসল প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ। প্রধানমন্ত্রী তো নানা দেশে ঘুরে বেড়ান। তাহলে বকলমে দেশটা কে চালাচ্ছেন—অমিত শাহ কি? স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজভবনকে দিয়ে সরকার চালানোর চেষ্টা করবেন না। আজকে যদি রাষ্ট্রপতি আপনাকে বাদ দিয়ে সবটা করেন তাহলে তা মেনে নেবেন তো?’ 

‘সংবিধান হত্যা দিবস’ পালন করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব। তবে এই দিবসটি পালনের জন্য ২০২৪ সালের ১১ জুলাই বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবারের ২৫ জুন ছাড়াও আগামী বছরের ওইদিন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা পালন করতে হবে বলে জানানো হয়েছে। এই উপলক্ষ্যে কী কী কর্মসূচি নিতে হবে, সেটাও বলা হয়েছে চিঠিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...