কলকাতা: এবার কলকাতার রথে থাকবে কিউআর কোড! স্ক্যান করলেই জানা যাবে রথের অবস্থান এবং গতিপ্রকৃতি। এবছর শহরের রথযাত্রায় প্রযুক্তির আমদানি করছে ইসকন। আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা। প্রতিবছরের মতো এবারও কলকাতা ইসকনের আলবার্ট রোডের মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হবে। উল্টোরথের সেখান থেকেই শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে রথ পৌঁছবে ইসকনের মন্দিরে। ফলে শহরের পথে কোথায় রথ রয়েছে, যে কেউ চাইলেই দেখে নিয়ে সেখানে যেতে পারবেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দীঘায় রথযাত্রার সূচনায় উপস্থিত থাকবেন, তাই কলকতা ইসকনের রথযাত্রার দিন তিনি থাকতে পারবেন না। তবে, ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত মেলা-উৎসবে ৩ জুলাই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তিনি এসে জগন্নাথদেবের দর্শন এবং আরতি করবেন।
মঙ্গলবার, কলকাতা ইসকনের তরফ থেকে ৫৪তম কলকাতা রথযাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। এবছরের কলকাতা রথযাত্রায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যুদ্ধবিমান সুখোই-৩০-এর চাকা নিয়ে এগিয়ে চলেছে জগন্নাথের রথ। এবছরও অসংখ্য বিদেশি ভক্তের দেখা মিলবে কলকাতার রাস্তায়। এবছরের রথযাত্রায় যুক্ত হয়েছে আরও এক অনন্য দৃষ্টান্ত। চারদশক ধরে জগন্নাথের রথ চলেছে বিখ্যাত বোয়িং-৭৪৭ বিমানের চাকার উপর। সেই চাকা ১৯৭৭ সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহৃত হওয়ার পর এবার বদলে ফেলা হয়েছে ভারতের সামরিক শক্তির গর্ব, সুখোই-৩০ যুদ্ধবিমানের নতুন চাকা দিয়ে।
রথের সামনে প্রাকৃতিক রঙের আবির ব্যবহার করে দক্ষ দক্ষিণ ভারতীয় শিল্পীরা তৈরি করবেন মনোমুগ্ধকর রঙ্গোলি বা রাস্তার আলপনা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংকীর্তন শিল্পীরা, ডজন খানেক মৃদঙ্গ ও করতালের সঙ্গে গর্জন তুলবেন কীর্তনের। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ময়দানে চলবে রথের মেলা। প্রতিদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিবেশন করা হবে খিচুড়ি প্রসাদ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যদল ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের বিভিন্ন পরিবেশনা দেখা যাবে। থাকছে নাটক, কীর্তন ও আধ্যাত্মিক আলোচনা।
শহরের রথযাত্রার রুট: (২৭ জুন, শুক্রবার)দুপুর ১টায় শুরু ৩সি, অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপিএম রোড, এটিএম রোড, চৌরঙ্গি রোড, এক্সাইড ক্রসিং, জেএল নেহরু রোড, আউটরাম রোড ধরে শেষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
উল্টোরথের রুট: (৫ই জুলাই, শনিবার)দুপুর ১২টা থেকে শুরু আউটরাম রোড (পার্ক স্ট্রিট মেট্রোর কাছে), ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আউটরাম রোড, জেএল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, সিআইটি রোড, সুরাবর্দি অ্যাভেনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়র সরণি, হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে শেষ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন