কলকাতা: অনেক সুযোগ দেওয়া হয়েছে। আর রেয়াত করা হবে না। এই কথাই স্পষ্ট ভাষায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে জানিয়ে দিল তৃণমূল। শুক্রবার দলের বিধানসভাভিত্তিক শৃঙ্খলারক্ষা কমিটি হুমায়ুনের হাতে চিঠি ধরিয়ে দেয়। সেখানে শুরুতেই বলে দেওয়া হয়েছে, এটাই ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’।
ইতিমধ্যে বেশ কয়েকবার হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে তৃণমূলকে প্রবল অস্বস্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু তারপরেও হুমায়ুনের প্রকাশ্যে বিবৃতি দেওয়া বন্ধ হচ্ছিল না। তাই এবার ‘শেষবারের মতো’ তাঁকে কড়া বার্তা দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে শুধু সতর্ক করা নয়, এবার চিঠিতে ভাষাও ছিল যথেষ্ট কড়া। এর আগে হুমায়ুনকে শোকজ এবং শৃঙ্খলারক্ষা কমিটির সামনে স্বশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি আচরণ পরিবর্তন করেননি বলে অভিযোগ। তাই এবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে তৃণমূল। শুক্রবার হুমায়ুন কবীরকে বিধানসভায় নিজের ঘরের ডেকে পাঠান বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তাঁকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় এবং চিঠি হাতে ধরিয়ে দেওয়া হয়। হুমায়ুনকে দেওয়া চিঠিতে সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য।
অভিযোগ, গত কয়েকদিন ধরে হুমায়ুন কবীর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে। দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই এবারের মতো না শুনলে হুমায়ুনের বিধায়ক পদের বিষয়ে পদক্ষেপ করা হতে পারে দলীয় সূত্রে খবর। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বিধায়ক হুমায়ুন কবীরের আচরণ দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আচরণ পরিবর্তন করতে হবে।’ হুমায়ুন বলেন, ‘ফাইনাল না সেমিফাইনাল, সেটা জানি না। আমার যা যা ক্ষোভ ও অভিযোগ রয়েছে, সেটা আমি শোভনদেববাবুকে জানিয়ে দিয়েছি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন