বারাণসী: এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এয়ার ইন্ডিয়ার পরিষেবায় বিভ্রাট। মঙ্গলবার বালি থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় বারাণসীতে। জানা গিয়েছে, রাজধানীর খারাপ আবহাওয়ার জন্য এমন পদক্ষেপ। বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৭জন যাত্রী সহ নিরাপদেই অবতরণ করে বিমানটি। রাতের দিকে বিমানটা ফের দিল্লিতে উড়ে যায়। এছাড়া দিল্লি থেকে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে রওনা দেওয়ার পরও ফিরে আসে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমান। জানা গিয়েছে, বালি এয়ারপোর্টের কাছে অগ্ন্যুৎপাতের কারণে বিমানটিকে ফিরিয়ে আনতে হয়েছে। এদিকে, ছত্তিশগড়ের রায়পুরে বিভ্রাটের মুখে পড়ে ইন্ডিগোর একটি বিমান। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে রায়পুরে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের দরজা খোলা যাচ্ছিল না। এরফলে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ অন্যান্য যাত্রীরা ভিতরে আটকে পড়েন। প্রায় আধ ঘণ্টা পর দরজা খোলা সম্ভব হয়। নিরাপদে বেরিয়ে আসেন যাত্রীরা।
অন্যদিকে, হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে বুধবার বোমা বিস্ফোরণের হুমকি মেল আসে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। যদিও কিছুই মেলেনি। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। এদিকে, ড্রিমলাইনার বিপর্যয়ের আবহে আগামী জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত ১৫ শতাংশ আন্তর্জাতিক উড়ান পরিষেবা সাময়িক ভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন