ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের এলন মাস্কের সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। কিছুদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেও পরে পিছু হটেছিলেন টেসলা কর্তা। কিন্তু সম্পর্কের ফাটল মেরামতির আগেই ফের মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় সরব হলেন মাস্ক। নেপথ্যে ট্রাম্পের সেই ‘বিগ বিউটিফুল বিল’। এই বিল নিয়ে ফের সরব হলেন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মার্কিন সেনেটের বিলটি উন্মাদ এবং ধ্বংসাত্মক। আমাদের দেশের পক্ষে মারাত্মক ক্ষতি বয়ে আনবে। ভবিষ্যতের শিল্পকেও ধ্বংস করে দিতে চলেছে। লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের চাকরি চলে যাবে। রিপাবলিকান নেতৃত্বের উচিত বিলটির বিরোধিতা করা।’ যদিও টেসলা কর্তার আপত্তি ধোপে টেকেনি। শুক্রবার রাতে মার্কিন সেনেটে প্রায় হাজার পাতার বিলটি পেশ হয়। খুবই সামান্য ব্যবধানে ৫১-৪৯ ভোটে পাশ হয়ে গিয়েছে। এই ঘটনাকে বড় জয় হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
স্পেসএক্স কর্তা মনে করেন, বিগ বিউটিফুট বিল মার্কিন শিল্পকে ধ্বংস করে দিতে পারে। দেশের ঋণের বোঝাও কয়েকগুণ বাড়িয়ে দেবে। মাসখানেক আগে বিলের বিরোধিতা করে তিনি বলেন, কোনও বিল হয়তো ‘বিগ’ কিংবা ‘বিউটিফুল’ হতে পারে। কিন্তু দু’টি জিনিস একসঙ্গে হতে পারে না। এই বিলে সামাজিক নিরাপত্তা আয়ের উপর করছাড় বৃদ্ধি, সীমান্ত ও প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। তা নিয়েই ট্রাম্পের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন