কলকাতা: ‘আমরা কাশ্মীরের প্যাকেজ রেখেছি। কিন্তু সেখানে বেড়াতে যাওয়ার আগ্রহ বেশ কম। পাহাড় ভ্রমণে সিমলার চাহিদাই বেশি। এবার পুজোয় বেড়াবার পছন্দের ডেসটিনেশন হতে চলেছে জায়গাটি। সঙ্গে রাজস্থান আর কেরল তো আছেই।’ শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত পর্যটন মেলার স্টলে দাঁড়িয়ে বলছিলেন সুস্মিতা পাত্র। তিনি ও তাঁর স্বামী গৌতম সাতবছর যাবৎ ‘মন হারিয়ে’ ট্র্যাভেল ব্যবসা করছেন। তাঁর কথায়, করোনাকালের ভয়াবহ পরিস্থিতি পেরিয়ে বাঙালি ফের লম্বা সফরে বেরচ্ছে। তবে খরচ বেড়েছে। সস্তার প্যাকেজ অফারের গুণমান নিয়ে সন্দেহ আছে।
শহরে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট (বিটিএফ) মেলা চলবে রবিবার পর্যন্ত। এসেছে আট রাজ্যের পর্যটন দপ্তর এবং ১১২টি বেসরকারি সংস্থা। অনেক ট্যুর অপারেটরই জানালেন, কাশ্মীরের তুলনায় ভালো বুকিং পাচ্ছেন হিমাচল এবং রাজস্থান ও পাঞ্জাব নিয়ে। বিদেশ ভ্রমণও আছে। কল্যাণী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুকল্যাণ ঘোষের স্পষ্ট কথা, একসময়ের থাইল্যান্ড নিয়ে উন্মাদনা বদলেছে ইন্দোনেশিয়ায়। এখন কেরল বা মধ্যপ্রদেশে ভালো ঘর পেতে ৩০০০ টাকা লাগে। অথচ বালিতে স্টার ক্যাটিগরির হোটেল পাওয়া যায় ওই টাকাতেই। দুবাই ভ্রমণেরও কৌতূহল আছে। এখন তারা ৩৫০ ডলারেই পাঁচদিনের প্যাকেজ দিচ্ছে। আগস্টের পর হয়তো এই অফার থাকবে না।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যটনের মুখ করে প্রচার শুরু করেছে ত্রিপুরা। তাতে ফলও মিলেছে হাতেনাতে। দাবি ত্রিপুরা পর্যটন দপ্তরের। পরিকাঠামোর আমূল পরিবর্তন, ট্রেন ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বিপণন তাঁদের রাজ্যে পর্যটক টেনে আনছে। অন্যদিকে বেড়েছে বড়োল্যান্ড বেড়াবার প্রবণতাও। জানালেন বড়োল্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের কর্ত্রী বুমারানি বার্গেয়ারি।
মেলায় মস্ত ইলিশের ছবি টাঙিয়ে ইলিশ উৎসবের কথা বর্ণনা করেছে বেশ কয়েকটি পর্যটন সংস্থা। বাজারে যেখানে টাটকা ইলিশই নেই, সেখানে উৎসব? এ যে গাছে কাঁঠাল গোঁফে তেল! সুন্দরবনের এমনই এক পর্যটন সংস্থার কর্মী অসীম দাস জানালেন, মেলায় স্টল দেওয়ার অনেক আগে থেকেই ইলিশ উৎসবের খোঁজ করছেন অনেকে। মাথাপিছু তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় জলাজঙ্গলে ভ্রমণ ও নানারকম খাওয়াদাওয়ার হাতছানি কেউই হারাতে চান না। তাই পর্যাপ্ত ইলিশ এই বর্ষা মরশুমে উঠবে ধরে নিয়েই আমরা উৎসবের আয়োজন করছি। জনাকয়েক একসঙ্গে হলেই আমরা যেকোনও দিন এই উৎসবের আয়োজন করতে পারি।
পর্যটন মেলার আয়োজক অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ বলেন, ইতিমধ্যেই ভালো সাড়া মিলেছে। কেননা, খুবই কম বাজেটে লোকাল থেকে বিদেশ ভ্রমণ রয়েছে সব ধরনের প্যাকেজ।
অন্যদিকে, কলকাতায় পর্যটন মেলায় মিলবে বর্ষায় ডুয়ার্স ভ্রমণের অফার। সৌজন্যে উত্তরের হোটেল, হোম স্টে মালিকরা। ১০ জুলাই থেকে তিনদিনের ট্যুরিজম ফেয়ার হবে কলকাতার মিলন মেলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন