কলকাতা: শিয়ালদহ মেইন লাইনে চালু হতে চলেছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল। পূর্ব ভারতে প্রথম শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে এসি ট্রেনটি। তবে এই ট্রেনের ভাড়া কত হবে, তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, এই ট্রেনে সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া হবে যথাক্রমে ৩৫ টাকা ও ১২০ টাকা। যদিও বুধবার রাতে পূর্ব রেল লিখিতভাবে জানায়, ১০ কিলোমিটার পর্যন্ত যাত্রী পিছু ভাড়া পড়বে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে জন প্রতি খরচ পড়বে ৩৭ টাকা। এই দুই ক্ষেত্রে মান্থলি টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ৫৯০ টাকা এবং ৭৮০ টাকা। কিন্তু কোনও এক অজানা কারণে এই ট্রেনে ১৫ কিলোমিটারের বেশি দূরত্ব সফরের জন্য কত ভাড়া পড়বে, তা প্রকাশ করা যাবে না বলে জানিয়েছে পূর্ব রেল। সব মিলিয়ে এসি ট্রেনের খবরে যাত্রীদের মধ্যে উৎসাহ থাকলেও ভাড়া নিয়ে ধন্দ চরমে উঠেছে।
বুধবার সকালে শহরে এসে পৌঁছেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক এসি রেক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক থেকে দু’মাসের মধ্যে আরও একটি এসি রেক শিয়ালদহ ডিভিশনের হাতে তুলে দেওয়া হবে। একাধিক অভিনব বৈশিষ্ট্য রয়েছে এই এসি রেকে। ১২ বগির ট্রেনটি ভেস্টিবিউলের মাধ্যমে কোচগুলিকে সংযুক্ত করেছে। সাধারণ লোকালের থেকে এসি ট্রেনে যাত্রীদের বসার আসন অনেক বেশি আরামদায়ক হবে। এই ট্রেনের সর্বোচ্চ ১,১০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। উচ্চক্ষমতা সম্পন্ন ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। কামরার ভিতরে সর্বত্র থাকবে সিসিটিভির নজরদারি। যাত্রীদের সতর্ক করার জন্য রয়েছে বিশেষ সাউন্ড সিস্টেম। ইলেকট্রনিক ইন্ডিকেশন বোর্ডে ভেসে উঠবে যাত্রাপথের বিভিন্ন তথ্য। সবটাই থাকবে জিপিএসের আওতায়। যাত্রীদের মালপত্র রাখার জন্য বাড়তি জায়গা থাকবে এসি রেকে। ট্রেনের প্রতিটি কোচে চারটি করে স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর থাকছে। মেট্রোর মতোই স্টেশন থেকে যাত্রী তোলার সময় স্বয়ংক্রিয় দরজা খুলে যাবে পাশাপাশি। নির্দিষ্ট সময় পর তা বন্ধ হয়ে যাবে। দরজা খোলা বা বন্ধ করার নিয়ন্ত্রণ থাকবে চালক কিংবা গার্ডের হাতে। এক্ষেত্রে টিকিট বিহীন যাত্রীদের রুখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাড়তি আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে প্ল্যাটফর্মে। ট্রেন সফরের সময়ও টিকিট পরীক্ষা হতে পারে। আজ, বৃহস্পতিবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা রানাঘাট ইয়ার্ডে এসি রেকটি পরিদর্শনে যাবেন। নয়া এসি রেক প্রসঙ্গে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘মুম্বই-চেন্নাইয়ের মতো এখানেও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছিলাম রেলমন্ত্রীকে। এটা খুবই আনন্দের বিষয় যে রানাঘাট-শিয়ালদহ রুটে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল চালু হচ্ছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন